অতিঃ প্রধান প্রকৌশলী
মোঃ শাহজাহান সিরাজ ৮ ই জানুয়ারি, ২০২৩ খ্রিঃ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পশ্চিমাঞ্চল, ফরিদপুর জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি বগুড়া পওর সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মোঃ শাহজাহান সিরাজ ১৯৮৯ সালে তৎকালীন বিআইটি, খুলনা (বর্তমান কুয়েট) হতে বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ২০০১ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা হতে Water Resources Engineering এ M.Engineering ডিগ্রী অর্জন করেন।
মোঃ শাহজাহান সিরাজ ১৯৯৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তিনি চাকরি জীবনে থাইল্যান্ড, জাপান, চীন, নেদাররল্যান্ড ও তুরস্কের বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ খোরশেদ আলী শিকদার এবং মাতা আমিনা বেগম। তিনি এক কন্যা সন্তানের জনক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS