৫.৩৫০ কিঃমিঃ নদী তীর সংরক্ষণ, ৭.০০০ কিঃমিঃ নদী ড্রেজিং, ৯.৮৭০কিঃমিঃ নিষ্কাশন খাল পুনঃখনন কাজ এবং ৪ টি পানি নিয়ন্ত্রন কাঠামো (উইইয়ার ও রেগুলেটর) নির্মাণ করার মাধ্যমে নদী ভাঙ্গন রোধ ও বন্যামুক্তকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিষ্কাশন সুবিধা প্রদান করা সম্ভব হবে।